Wellcome to National Portal
বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৭ মার্চ ২০২৩

ঐতিহাসিক ৭ই মার্চ


প্রকাশন তারিখ : 2023-03-07

“৭ই মার্চের গল্প শোনো”- শিরোনামে বাংলাদেশ শিশু একাডেমির আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উদযাপিত হচ্ছে আজ ৭ই মার্চ, মঙ্গলবার । এ উপলক্ষ্যে সকাল ১১.০০ টায় বাংলাদেশ শিশু একাডেমি রোকনুজ্জামান খান দাদাভাই হলে আলোচনা, কবিতা আবৃত্তি, গান ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোঃ মুহিবুজ্জামান প্রধান অতিথি ও কথাসাহিত্যিক আনিসুল হক মূল আলোচক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। স্বাগত বত্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির  চেয়ারম্যান লাকী ইনাম।

 

প্রধান অতিথি তার বক্তব্যে শিশুদের উদ্দেশ্যে বলেন, ইতিহাসকে সঠিকভাবে জানতে হবে, ইতিহাসকে বুকে ধারণ করতে হবে ও জাতির পিতার আদর্শে সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে ।

 

কথাসাহিত্যিক আনিসুল হক স্বাধীনতার ধারাবাহিক ও ঐতিহাসিক ঘটনাসমূহ ,বঙ্গবন্ধুর সংগ্রামী জীবনের বিভিন্ন ঘটনা শিশুদের মাঝে প্রাণবন্তভাবে তুলে ধরেন।

বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন তার বক্তবে নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, বাংলাদেশ এবং বঙ্গবন্ধু একই সত্ত্বা, বাংলাদেশকে জানতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে।

 

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ শিশু একাডেমির  চেয়ারম্যান লাকী ইনাম বলেন, দেশকে নিজের মায়ের মত ভালোবাসবে, তবেই বঙ্গবন্ধুর মতো ভালো মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।

বিশিষ্ট আবৃত্তি শিল্পী ও অভিনেতা জয়ন্ত চট্টোপাধ্যায় কবি নির্মলেন্দু গুন এর “ স্বাধীনতা এই শব্দটি কীভাবে আমাদের হলো” কবিতাটি আবৃত্তি করে শোনান এবং অভিনেত্রী তানভীর সুইটি বঙ্গবন্ধুর “অসমাপ্ত আত্নজীবনী” থেকে পাঠ করে শোনান ।

ঐতিহাসিক ৭ই মার্চ ২০২৩ উদযাপন উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার বিতরণ ও আলোচনা পর্ব শেষে বাংলাদেশ শিশু একাডেমির শিশু শিল্পীদের অংশগ্রহনে সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠানের পরিসমাপ্তি

হয়।