Wellcome to National Portal
বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৬ মার্চ ২০২৩

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস “জয় বাংলা বাংলার জয়”


প্রকাশন তারিখ : 2023-03-26

২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস

“জয় বাংলা বাংলার জয়”

 

আজ ২৬ মার্চ ২০২৩, রবিবার মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে বাংলাদেশ শিশু একাডেমির মিলনায়তনে সকাল ১১.০০ টায় আলোচনা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ফজিলাতুন নেছা ইন্দিরা এমপি। বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো: হাসানুজ্জামান কল্লোল ।

 

অনুষ্ঠানের শুরুতেই মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী, সচিব, মহিলা বিষয়ক অধিদপ্তর, জাতীয় মহিলা সংস্থা, জয়িতা ফাউন্ডেশন ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান, মহাপরিচালক সকল কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে পুস্পস্তবক অর্পণ ও জাতীয় সংগীত পরিবেশন করেন।

 

এই আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক আনজীর লিটন। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম ।

 

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষ্য আয়োজিত চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের পুরস্কার প্রদান শেষে বাংলাদেশ শিশু একাডেমির শত শিশুশিল্পী পার্থ বড়ুয়া ও ‍নিশীতা বড়ুয়াকে সঙ্গে নিয়ে “জয় বাংলা, বাংলার জয়” গানটি পরিবেশন করেন ।