Wellcome to National Portal
বাংলাদেশ শিশু একাডেমি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ৩rd নভেম্বর ২০২২

বাংলাদেশ শিশু একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক এর যোগদান।


প্রকাশন তারিখ : 2022-10-03

বাংলাদেশ শিশু একাডেমির নবনিযুক্ত মহাপরিচালক আনজীর লিটন

 

   বাংলাদেশ শিশু একাডেমির মহাপরিচালক (ডিজি) হিসেবে যোগদান করেছেন খ্যাতিমান শিশু সাহিত্যিক ও ছাড়াকার আনজীর লিটন।

 

মহামান্য রাষ্ট্রপতির আদেশ ক্রমে  শিশু সাহিত্যিক ও ছাড়াকার আনজীর লিটনকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে আগামী তিন বছরের জন্য বাংলাদেশ শিশু একাডেমির ডিজি পদে নিয়োগ প্রেদান করা হয়েছে।

 

আনজীর লিটন ১৯৬৫ সালের ১৭ জুন ময়মনসিংহ ব্রহ্মপুত্র নদের তীরে জন্মগ্রহণ করেন। তার শৈশব-কৈশোর কেটেছে গ্রামে। আনজীর লিটনের প্রথম লেখা প্রকাশিত হয় ‘দৈনিক জাহান’-এ। পড়াশুনা করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, বিষয় ছিল রাষ্ট্রবিজ্ঞান। প্রথম বই ‘খাড়া দুটো শিং’ প্রকাশিত হয় ১৯৯২ সালে।

 

তার উল্লেখযোগ্য বই হচ্ছে- আগে গেলে বাঘে খায়, বিড়ালটি সিমকার্ড খেয়ে ফেলেছে, সাদা গাছের পাতা, সবুজ ঘাসের সাইকেল, গুড বয় ব্যাড বয়, ছোটদের নাটিকা, ভূতের গলির ভূত, প্রিয় ছন্দে নতুন দোলা, রঙের পুকুর, লালপরীর লাল টমেটো, রঙের দেশে তুলির রাজা প্রভৃতি। লিখেছেন নাটক, গল্প, কিশোর উপন্যাসও।

 

আনজীর লিটন লেখালেখির স্বীকৃতিস্বরূপ অগ্রণী ব্যাংক শিশুসাহিত্য পুরস্কার, এম নুরুল কাদের শিশুসাহিত্য পুরস্কার, কুসুমের সেরা সাহিত্য পুরস্কারসহ বেশকিছু পুরস্কার-সম্মাননায় ভূষিত হয়েছেন। শিশুসাহিত্যে অবদানের জন্য ২০২১ সালে তিনি বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেন।

 

উল্লেখ্য যে, তিনি ২০১৬ সাল থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশ শিশু একাডেমির পরিচালকের দায়িত্ব পালন করেন।